ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

‘অজয় রায় আমাদের জন্য পথ তৈরি করেছিলেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, ডিসেম্বর ৯, ২০১৯
‘অজয় রায় আমাদের জন্য পথ তৈরি করেছিলেন’

ঢাকা: সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বলেছেন, অজয় রায়ের মত ধীমান মানুষ সচরাচর দেখা যায় না। তিনি আমাদের জন্য পথ তৈরি করেছিলেন। তার মত মানুষের চলে যাওয়া আমাদের আগামী দিনগুলোকে সংকটাপন্ন করে তুলছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে অধ্যাপক অজয় রায়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নাসিরউদ্দিন ইউসুফ বলেন, ষাটের দশক থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত তিনি আমাদের সংগ্রামে ছিলেন।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে তিনি সবাইকে নিয়ে পথ চলেছেন। তার বিশ্বাসের কারণে সন্তান অভিজিৎ রায় জীবন পর্যন্ত দিয়েছেন।

তিনি আরও বলেন, ছেলে অভিজিৎ রায়ের হত্যার পর তিনি বুদ্ধিমত্তার সঙ্গে শোককে মোকাবিলা করেছেন। শোককে শক্তিতে রূপান্তর করে তিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন। তবে যখন তার সঙ্গে একা বসতাম তখন দেখতাম তার ভেতরে গভীর দীর্ঘশ্বাস রয়েছে। সে দীর্ঘশ্বাস তিনি তার বিশাল হৃদয়ে ধারণ করে শক্তি অর্জন করেছিলেন। সন্তান হত্যার বিচার না পেয়ে মারা গেছেন।

অধ্যাপক অজয় রায় সোমবার দুপুর ১২টা ৩৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
ডিএন/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।