সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার মোশারফ হোসেনের ছেলে আব্দুস সালাম (৪৩)।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরের দিকে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। এসময় ওই দুই পাসপোর্ট দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে অপরাধ স্বীকার করায় শফিকুলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সালামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে দু’জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসআরএস