ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ৫ ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, ডিসেম্বর ১০, ২০১৯
মুন্সিগঞ্জে ৫ ইটভাটা বন্ধ, ২০ লাখ টাকা জরিমানা 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে পাঁচটি ইটাভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি, উত্তর গোয়াখালি ও লতব্দি গ্রামের অবৈধ ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়।  

জানা যায়, মেসার্স মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা, আকাশ ব্রিকসকে ৫ লাখ, মায়ের দোয়া ব্রিকসকে ৫ লাখ ও খোরশেদ মাদবর ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, এসব ভাটাগুলো সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে পরিবেশ দূষণ ও বৈধ কাগজপত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। মামা-ভাগিনাকে নামে একটি ভাটাকে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং বাকিগুলো পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করে দেওয়া হয়েছে। এসব ইটভাটা এখানে আর চলতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।