সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে সার্সোর প্রধান কার্যালয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সার্কভুক্ত দেশগুলোর মান সংস্থা নিয়ে গঠিত সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সার্সো) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইন, সার্কের পরিচালক (ইটিএফ) চঞ্চল চন্দ্র সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ইসরাত আরা প্রমুখ।
সেমিনার বিএসটিআই মহাপরিচালক ব্যবসা-বাণিজ্য প্রসারে আন্তর্জাতিক এবং আঞ্চলিক মান গৃহীতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
এসএমএকে/ওএইচ/