বুধবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আদালতের নেতৃত্ব দেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকায় অবৈধ ইটভাটাবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ইটভাটাগুলো-কুমিদপুর ব্রিকস ম্যানুফেকচারিং (কেবিএম), রাজু রবিন ব্রিকস (আরআরবি), কিরণ ব্রিকস (কেইউবি), সান ব্রিকস (এসইউএন), খাজা মাইন উদ্দিন ব্রিকস (কেএমবি) ও স্টার ব্রিকস (এসটিএআর)। এছাড়াও প্রত্যেক ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ, আব্দুর রাজ্জাক ও দিলরুবা আক্তার। এছাড়া ফায়ার সার্ভিস, র্যাব ও পুলিশ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
আরএস/এএটি