তবে ১৫ ডিসেম্বরের (রোববার) মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, সরকারের আশ্বাসে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে অনশন স্থগিতের পর শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নয়টি মিলের শ্রমিকরা পর্যায়ক্রমে কাজে যোগ দিতে শুরু করেন।
পাটকল শ্রমিকদের মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। আর ১০ ডিসেম্বর শুরু হয় আমরণ অনশন। অনশনে অসুস্থ হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুস সাত্তার নামের এক শ্রমিক মারা যান। আমরণ অনশন কর্মসূচির চারদিনে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হন।
এর মধ্যে শুক্রবার রাতে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে বৈঠক করার পর নেতারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং গভীর রাতে অনশন তিন দিনের জন্য স্থগিত করার ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমআরএম/জেডএস