শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
পুলিশ জানায়, হাতীবান্ধা রেলওয়ে স্টেশনের পেছনে দক্ষিণ গড্ডিমারী এলাকায় বাংলাদেশ রেলওয়ের একটি পুকুর নিয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান ও সাবেক সেনা সদস্য আশরাফ আলীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলাছিল।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) ওই পুকুর দখলের চেষ্টা করে ব্যর্থ হন সাবেক সেনা সদস্য আশরাফ আলী। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে পুকুর দখল ও বেড়া ভাঙচুরের অভিযোগ অস্বীকার করে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আমিনা বেগম বাংলানিউজকে বলেন, ওই মুক্তিযোদ্ধাই আমার মেয়ে-জামাইয়ের পুকুর অবৈধভাবে দখল করে বেড়া
দিয়েছে। সেই বেড়া সরিয়ে দেওয়া হয়েছে মাত্র।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ইতোমধ্যে মুক্তিযোদ্ধার দায়ের করা একটি অভিযোগ নিয়মিত
মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। শনিবার পুনরায় আরও একটি অভিযোগ দায়ের করেছেন মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এনটি