শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বাংলানিউজকে জানান, পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা ও মোড়কে উৎপাদন-মেয়াদের তারিখ এবং বিক্রয় মূল্য না থাকায় দোহা এন্টারপ্রাইজের মালিক মো. নুর মোহাম্মদকে ভোক্তা অধিকার রক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয় কর্মকর্তা ও আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৯
এমএস/আরআইএস/