রোববার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে এদেশে লোক আসছে।
তিনি আরো বলেন, ভারতের নাগরিক তালিকা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
ভারত সফর বাতিলের বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু সরকারের একটি অলিখিত নিয়ম আছে মন্ত্রী-সচিব একই সময়ে বিদেশে যাওয়া যায় না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমার ভারত সফরে যাওয়ার সময় প্রতিমন্ত্রী-সচিব বিদেশে অবস্থান করছেন। সে কারণে সফর বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
টিআর/জেডএস