ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে মিয়ানমার প্রতিনিধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে মিয়ানমার প্রতিনিধি

কক্সবাজার: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে দুইদিনের সফরে কক্সবাজার পৌঁছেছে মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধিদল।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে একটি বেসরকারি ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।

সেখান থেকে দুপুর ১২টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনের উদ্দেশে রওয়ানা হন তারা।

সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলবেন।

সকাল ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে সেখানে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন ও কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী তাদের অর্ভ্যথনা জানান।

কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসু দৌজা নয়ন বাংলানিউজকে জানান, দেশটির আন্তর্জার্তিক সংস্থা ও অর্থনৈতিক বিভাগের ডিরেক্টর জেনারেল চ্যান অ্যায়ের নেতৃত্বে ৯ সদস্যর এ প্রতিনিধিদলটি বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪ এক্সটেনশনে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে আলাপ-আলোচনা হবে। একইভাবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হিন্দু রোহিঙ্গাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে দলটির।

পরে বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশে তাদের কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এসবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।