ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুগদায় আগুন পোহানোর সময় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
মুগদায় আগুন পোহানোর সময় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ছুরিকাঘাতে মাহিন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনজনকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান।

 

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা জানিয়ে বলেন, সন্ধ্যায় মাহিনসহ চারজন মান্ডা ল্যাটকার গলি বালুর মাঠ এলাকায় আগুন পোহাচ্ছিলেন। এসময় ১২-১৩ জন যুবক তাদের উপর অতর্কিতভাবে ছুরিকাঘাত করে। এতে তিনজন আহত হন।

ওসি আরও জানান, আশপাশের লোকজন উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে মাহিন (১৮) নামে এক যুবক মারা যান। আহত দু’জনের পুলিশ পাহারায় চিকিৎসা চলছে। মৃত মাহিন যাত্রাবাড়ী এলাকায় থাকতেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি প্রলয় কুমার।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।