ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেশি-বিদেশি শিল্পীদের মেলবন্ধনে কাটলো ৪র্থ দিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
দেশি-বিদেশি শিল্পীদের মেলবন্ধনে কাটলো ৪র্থ দিন 

হবিগঞ্জ: ভারতের শিলচরের সঙ্গীতশিল্পী সুদীপ্তা ভট্টাচার্যের গান, গণসঙ্গীত, নৃত্য, জার্মানির ফ্রাঙ্কফুর্টের তাপসী রায়ের একক সঙ্গীত ও নাটক মঞ্চায়নসহ নানা আয়োজনে শেষ হয়েছে হবিগঞ্জের চুনারুঘাটে পাঁচ দিনব্যাপী সাহিত্য-সংস্কৃতি উৎসবের চতুর্থ দিন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে স্থানীয় দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দুই সহস্রাধিক দর্শকের সমাগম ঘটে। রাত ১২টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় চতুর্থদিনের অনুষ্ঠানের।


 
সন্ধ্যায় চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এরপর একে একে ভারতের আসাম রাজ্যের শিলচরের দলছুটের গণসঙ্গীত, সুদীপ্ত ভাট্টাচার্যের একক সঙ্গীত, ফ্রাঙ্কফুর্টের তাপসী রায়ের একক সঙ্গীত ও সবশেষে মঞ্চস্থ হয় ঢাকা দেশ নাটকের নাটক।
 
এর আগে বরাক উপত্যকার সাংস্কৃতিক প্রতিনিধিদলকে সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ মহা-পরিদর্শক জয়দেব কুমার ভদ্র। সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টা অধ্যাপক মো. আব্দুল্লাহ। অভিনেতা আফজাল হোসেন, নাট্যকার ও ঔপন্যাসিক মাসুম রেজা, ভরতের দৈনিক যুগশঙ্খের সম্পাদক অরিজিত আদিত্য, অভিনেতা ও নাট্য নির্দেশক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু এতে বিশেষ অতিথি ছিলেন।
 
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের এ সাহিত্য-সংস্কৃতি উৎসব মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হয়। যা চলবে শনিবার (২১ ডিসেম্বর) পর্যন্ত।

বাংলাদেশ ছাড়াও ভারতের চারটি রাজ্যের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নিচ্ছেন উৎসবে।
 
বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।