ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ঈশ্বরদীর ইউএনও      

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করলেন ঈশ্বরদীর ইউএনও      

ঈশ্বরদী (পাবনা): ঘড়ির কাঁটায় রাত তখন পৌনে ১১টা। ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন লোক সমাগম থাকলেও শীতের প্রকোপে নিস্তব্ধতা। হিম শীতল ঠাণ্ডায় সবার অবস্থা জুবুথুবু। সারাদিনের কাজের ক্লান্তির পর সামান্য শীতের কাপড় মুড়িয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূল, অসহায়, দরিদ্র মানুষগুলোর। 

কনকনে শীত উপেক্ষা করে গাড়িতে করে শীতবস্ত্র (কম্বল) নিয়ে এসে প্লাটফর্মে শুয়ে থাকা ছিন্নমূল, দরিদ্র ও অসহায় মানুষের গায়ে জড়িয়ে দিলেন ঈশ্বরদীর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান।

পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার (২০ডিসেম্বর) দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে থাকা শীতার্ত ও অসহায় মানুষগুলোর মধ্যে এ কম্বল বিতরণ করেন তিনি।

কয়েকদিনে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্হানে অসহায় মানুষগুলোর মধ্যে প্রায় ৫ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।  
         

ঈশ্বরদী জংশন এলাকার রিকশাচালক শারীরিক প্রতিবন্ধী পঞ্চাশোর্ধ আব্দুর  রহমান বলেন, 'ইউএনও স্যারকে রাতের বেলা প্রায় ঘুরতে দেখি, স্যার মানুষ বলে কথা কওয়ার সুযোগ পাইনি। আর উনি আমাদের কথা চিন্তা কইরা কম্বল নিয়া আইছে, এইড্যাই বড় ব্যাপার।

ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে শীত জেঁকে বসলে আমি ঈশ্বরদী জংশন স্টেশন রাতের বেলা ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনূভব করে উপলব্ধি করেছি, প্রচণ্ড শীত নিবারণের জন্য তাদের ন্যূনতম শীতের গরম কম্বল নেই। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সহযোগিতা।

এছাড়া উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তাগিদ দেওয়া হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে এগিয়ে আসার জন্য।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।