ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকায় বিমসটেকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, সেপ্টেম্বর ১৬, ২০২৫
ঢাকায় বিমসটেকের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমসটেক, প্রতিষ্ঠাবার্ষিকীতে

ঢাকা: বঙ্গোপসাগরীয় বহুখাতভিত্তিক প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ-বিমসটেক সচিবালয় ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার বিমসটেক সচিবালয় এক বার্তায় জানায়, রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।

 

তিনি তার বক্তব্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পরামর্শ, সমন্বয় এবং সহযোগিতা বৃদ্ধিতে সচিবালয়ের ভূমিকা তুলে ধরেন এবং আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তার বক্তব্যে সংযোগ, বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বিমসটেকের অর্জনের প্রশংসা করেন।  

বর্তমান সভাপতি হিসেবে বিমসটেকের আঞ্চলিক সহযোগিতা এজেন্ডা এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, উন্নয়ন সহযোগী, ব্যবসায়ী, মিডিয়া কর্মী, শিক্ষাবিদ ও থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।