ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

তিন জেলার হাসপাতাল-পাসপোর্ট অফিস-ব্যাংকে দুদকের হানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, অক্টোবর ২০, ২০২৫
তিন জেলার হাসপাতাল-পাসপোর্ট অফিস-ব্যাংকে দুদকের হানা ফাইল ছবি

ঢাকা: নানা অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর হাসপাতাল, নওগাঁ পাসপোর্ট অফিস এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালী শাখায় একযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) সকালে দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান শুরু করেছে।

দুদক সূত্র এতথ্য জানা গেছে।

জানা গেছে, হাসপাতালে রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ওষুধ ফার্মেসিতে বিক্রয় করে দেওয়াসহ সেবা প্রদানে নানাবিধ অনিয়ম ও হয়রানির অভিযোগে কক্সবাজার জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে নওগাঁ পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্যদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে ভারতীয় নাগরিকদের বাংলাদেশি নাগরিকত্ব প্রদানের অভিযোগে জেলার দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান চালাচ্ছে।

এছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নোয়াখালী শাখার অসাধু কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যক্তির নামে এবং বিভিন্ন খাতে ভুয়া ঋণ দেখিয়ে কয়েক কোটি টাকা অর্থ আত্মসাত করেছেন, এমন অভিযোগে অভিযান চালানো হচ্ছে।

অভিযানগুলো শেষে বিস্তারিত জানানো হবে বলেও দুদক সূত্র নিশ্চিত করেছে।

এসএমএকে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।