ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাবারের জন্য দীর্ঘ লাইনে অসুস্থ মুক্তিযোদ্ধারাও!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
খাবারের জন্য দীর্ঘ লাইনে অসুস্থ মুক্তিযোদ্ধারাও! লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হচ্ছে আমন্ত্রিতদের। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘৭৩ বছর বয়সে এসেও খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এটা দুঃখজনক। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। আমি ডায়াবেটিসের রোগী, ইনসুলিন নিতে হয়, ঠিক সময়ে খেতে হয়। নাহলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।’

সোমবার (২৩ ডিসেম্বর ) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রাখায় ক্ষোভপ্রকাশ করে কথাগুলো বলেন মোহাম্মদপুর থেকে আসা মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম।

দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।

অনুষ্ঠানে ২ হাজার ৮শ’ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যসহ অন্তত সাড়ে ছয় হাজার মানুষ অংশগ্রহণ করেছেন। স্টেডিয়ামের চারপাশে ছয়টি খাবার বিতরণ কেন্দ্র করা হয়েছে। সেখান থেকে সকালের চা-নাশতা ও দুপুরের খাবার বিতরণ করা হচ্ছে। কিন্তু খাবার নেওয়ার জন্য লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে সবাইকেই। এ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধারা।

পুরান ঢাকা থেকে আসা মুক্তিযোদ্ধা শাহিদ হোসেন বলেন, ‘এখানে খাবারের জন্য আসিনি। এসেছি রণাঙ্গনের বন্ধুদের সঙ্গে দেখা করতে। আমাদের কেন লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে? এমনটা তো আশা করিনি। ’

লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হচ্ছে আমন্ত্রিতদের।  ছবি: বাংলানিউজ

মুক্তিযোদ্ধা বজলুর রশিদ বলেন, ‘মুক্তিযোদ্ধারা লাইনে কেন? আলাদা ব্যবস্থা করতে পারতো। তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা করা যেতো। আমাদের মধ্যে অনেকেই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেকেই অসুস্থ। এই শীতের মধ্যে দাঁড়িয়ে থাকার অবস্থা নেই। ’

অনুষ্ঠানে আসা মুক্তিযোদ্ধারা বলেন, ‘সকালে চা আনতে গেলে বলে, শেষ হয়ে গেছে। ১০ হাজার কাপ চা বিতরণ শেষ! আমাদের ডেকে এনে অসম্মান করার অধিকার নেই। এমন অনুষ্ঠান চাই না। ’

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পিএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।