ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীচরের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
কামরাঙ্গীচরের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরের লোহার ব্রিজ ঢাল এলাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত ২টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি কর্মকর্তা এরশাদ হোসেন।

তিনি জানান, আগুন লাগার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।