ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় ভোট শুরুর আগেই গুলিতে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
কুমিল্লায় ভোট শুরুর আগেই গুলিতে আহত ৭ .

কুমিল্লা: গুলি, কেন্দ্র দখল, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের মধ্য দিয়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের ভোটগ্রহণ চলছে। এর আগে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোট শুরুর আগে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, উপজেলার শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছেন।

তারা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, উপজেলার যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের চার নম্বর বুথের সব ভোটারদের সকাল ৯টার আগে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আহত আবুল বাশারের বাবা আবদুল আজিজ অভিযোগ করেন, ভোট শুরুর আগে তার ছেলে ভোটকেন্দ্রে যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিনের (ফুটবল মার্কা) সমর্থকরা অপর মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের ওপর গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ মোট সাতজন আহত হয়েছেন।  

যশপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বিজয় কুমার দাস বাংলানিউজকে বলেন, ভোটকেন্দ্রের মধ্যে কোনো সমস্যা হয়নি। বাইরে হলে হতে পারে। কেন্দ্রের ভেতরে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে।

শুভপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বাংলানিউজকে বলেন, নিরপেক্ষভাবে ভোটগ্রহণ হচ্ছে। আমরা যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করছি।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার নাছির উদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। যদি কোনো অনিয়মের খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন> সাংবাদিকদের কেন্দ্র থেকে বের হয়ে যেতে বললেন প্রার্থী

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।