বুধবার (১ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালতে সাখাওয়াত হোসেন খানের পক্ষে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। সাখাওয়াতের আইনজীবী অ্যাডভোকেট বারী ভূইয়া এ তথ্য জানান।
২০১৮ সালের মে মাসের একটি নাশকতা মামলায় গত ১৯ ডিসেম্বর বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাখাওয়াতকে। পরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায় পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে ২০ ও ২১ ডিসেম্বর তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এমআরপি/এইচজে