ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিপিএল নিয়ে জুয়া, আটক ৮৯ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
কুড়িগ্রামে বিপিএল নিয়ে জুয়া, আটক ৮৯  আটকরা পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে জুয়া খেলা অবস্থায় ৮৯ জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ ২৮ হাজার ৭৮০ টাকা, ২১টি মোবাইল ফোন, সাতটি টিভি ও একটি ক্যারামবোর্ড জব্দ করা হয়েছে।

শ‌নিবার (৪ জানুয়ারি) সকাল পর্যন্ত অ‌ভিযান চা‌লিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে কু‌ড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলম (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) বাংলানিউজকে জানান, শুক্রবার (৩ জানুয়ারি) দিনগত রাত থেকে ভোর পর্যন্ত কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী ও উলিপুর থানা পুলিশ এবং জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ৮৯ জন জুয়ারিকে আটক করা হয়।

এদের মধ্যে উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রবেশনার) উলিপুর সার্কেলের আল মাহমুদের নেতৃত্বে বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে জুয়া খেলা অবস্থায় অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে হাতিয়া ইউনিয়নের চৌমহনী থেকে চারজন, ধামশ্রেণি ইন্দ্রারপাড় থেকে সাত জন ও পৌরসভার কাজিরচক থেকে ২২ জনকে আটক করা হয়। এ সময় ১৮টি মোবাইল ফোন, তিনটি টিভি ও একটি ক্যারামবোর্ড জব্দ করা হয়। এছাড়াও ডিবি পুলিশ উলিপুর উপজেলার ময়নার বাজারের একটি হোটেলে অভিযান চালিয়ে বিপিএল নিয়ে জুয়া খেলার সময় ১৯ জন জুয়ারিকে আটক করা হয়। এদিকে নাগেশ্বরী উপজেলায় এএসপি (প্রবেশনাল) আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার মনিয়ারহাট, কান্দুরাহাট ও দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে নয় জুয়ারিসহ তিনটি মোবাইল ফোন ও দু’টি টিভি জব্দ করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানের নেতৃত্বে সদর উপজেলার কাঁঠালবাড়ী থেকে ১৮ জন ও মোগলবাসা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। এ সময় একটি টিভি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি। জুয়াবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।