শনিবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে শেখ হাসিনা সেতু সংলগ্ন স্থানে মহানন্দা নদী তীরে প্রস্তাবিত পর্যটন কেন্দ্রের জায়গা পরিদর্শনে এসে তিনি একথা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত এ প্রকল্পের কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহিবুল হক, চাঁপাইবাবগঞ্জের জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান প্রমুখ।
৪২ কোটি টাকা ব্যয়ে ৪৪ দশমিক ৩৪ একর জায়গার উপর এ পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে। এর মধ্যে থাকবে ৫তলা বিশিষ্ট ভবন, ম্যাংগো মিউজিয়াম, সীমানা প্রাচীর নির্মাণ, শিশুদের জন্য রাইড, পিকনিক স্পট।
ইতোমধ্যে সীমানা প্রাচীর নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এবং এ কাজের জন্য চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হাসান।
চাঁপাইনবাবগঞ্জে ৪২ কোটি টাকা ব্যয়ে ৪৪ একর জায়গার ওপর এ পর্যটন কেন্দ্র বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসএইচ