সুনামগঞ্জ জেলায় ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৭৫ জন নিহত ও ৩৫ জন আহত, মৌলভীবাজারে ৫০টি সড়ক দুর্ঘটনায় ২২৬ জন নিহত ও ৪৮ জন আহত, হবিগঞ্জে ৮৬টি সড়ক দুর্ঘটনায় ১৬০ জন নিহত ও ৮২ জন আহত হয়েছেন।
২০১৮ সালের তুলনায় ২০১৯-এ দুর্ঘটনার হার অনেক বেশি ও ভয়াবহ আকার ধারণ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।
এর আগে, ২০১৮ সালে সিলেট বিভাগে ১৬২টি সড়ক দুর্ঘটনায় ১৯৫ জন নিহত ও ৪৯৯ জন আহত হয়েছিলেন।
দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- অশিক্ষিত ও অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থা, জনগণের অসচেতনতা, অনিয়ন্ত্রিত গতি, রাস্তা নির্মাণে ত্রুটি, রাজনৈতিক সদিচ্ছার অভাব, আইন ও তার যথারীতি প্রয়োগ না করা ইত্যাদি।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব মো. জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, দেশের ১১টি জাতীয় দৈনিক পত্রিকা, টিভি চ্যানেল, অনলাইন পত্রিকার তথ্য ও নিসচা শাখার সংগঠনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটি এই প্রতিবেদন তৈরি করেছে।
২০১২ থেকে প্রতিবছেই প্রতিবেদন প্রকাশ করছে নিসচা। শনিবার (৪ জানুয়ারি) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এক সংবাদ সম্মেলনে ২০১৯ সালের সারাদেশে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করেন।
২০১৯ সালে বাংলাদেশে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন ও আহত ৬ হাজার ৯৫৩ জন। রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত ১৯৮ জন, আহত ৩৪৭ জন। নৌপথে ৩০টি দুর্ঘটনায় নিহত ৬৪, আহত ১৫৭, নিখোঁজ ১১০।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এনইউ/একে