ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শুরু হলো বিজিবি-এমপিএফ সপ্তম সীমান্ত সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
শুরু হলো বিজিবি-এমপিএফ সপ্তম সীমান্ত সম্মেলন সম্মেলনে বিজিবি ও এমপিএফ এর সিনিয়র পর্যায়ে কর্মকর্তারা।

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এর সিনিয়র পর্যায়ে পাঁচ দিনব্যাপী সপ্তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকালে পিলখানার বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সীমান্ত সম্মেলন  শুরু হয়।  

সীমান্ত সম্মেলনে মায়ানমারের চিফ অব পুলিশ জেনারেল স্টাফ, পুলিশ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো থান এর নেতৃত্বে আট সদস্যের মায়ানমার প্রতিনিধিদল অংশগ্রহণ করছেন।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন।  

বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।