ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
সৈয়দপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর সড়কের সাইনবোর্ড এলাকায় ট্রাকচাপায় মিন্টু হোসেন (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজিপাড়ার বাসিন্দা ছিলেন।

তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, সকালে ব্যাটারিচালিত একটি অটোভ্যানে করে ফুলকপি নিয়ে পার্বতীপুর বাজারে যাচ্ছিলেন সবজি ব্যবসায়ী মিন্টু। এসময় সাইবোর্ড এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোভ্যানটিকে চাপায় দেয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন ভ্যানচালক জামিরুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয‌্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামিরুলের বাড়ি নিহত মিন্টুর বাড়ির পাশের গ্রাম ছাইয়ের মোড়ে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বাংলানিউজকে জানান, দুর্ঘটনাটি পার্বতীপুর সীমানার মধ্যে হয়েছে। তাই বিষয়টি তদন্ত করছে পার্বতীপুর থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।