ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আ’লীগ ছাড়া শীতার্তদের পাশে অন্য কোনো দল নেই: নাসিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
আ’লীগ ছাড়া শীতার্তদের পাশে অন্য কোনো দল নেই: নাসিম

সিরাজগঞ্জ:  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, নির্বাচন এলে ধানের শীষ বা অন্য মার্কা নিয়ে অনেকেই জনগণের দোরগোড়ায় হাজির হন। তারা ভোটের সময় ভোট চান, ভোট শেষ হলেই চলে যান। কিন্তু আওয়ামী লীগ জনগণের দল। সুখে দুঃখে সবসময় জনগণের পাশে থাকে। এই তীব্র শীতে আওয়ামী লীগ ছাড়া শীতার্ত মানুষের পাশে কোনো দল নেই। 

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীরা সারাদেশের গ্রামগঞ্জের শীতার্ত মানুষের মধ্যে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করছে।

এসময় ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গ টেনে নাসিম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু  হোক। ১৪ দলও চায় নির্বাচন শান্তিপূর্ণ হোক। জনগণ ভোট দেবে। নির্বাচনের রায় ১৪ দল মেনে নেবে। কিন্তু কোনো দল যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় ষড়যন্ত্র করে তাহলে জনগণ মেনে নেবে না।  

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার গাজী শফিকুল ইসলাম সফি, জেলা আওয়ামী লীগ নেতা হাসান খসরু খান, এহসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু খান প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।