এ ঘটনায় মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার হওয়া তিনজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদুল ইসলামের ছেলে পৌরসভার শ্রীমান্তপুর এলাকার অধিবাসী ওসমান গণি (১৬), খন্দকার মো. ওবাইদুল হকের ছেলে রিদুয়ার আলী খন্দকার (১৬) ও পৌরসভার জোদগোমাইদাস এলাকার মোস্তফার ছেলে তারেক রহমান (১৭)।
মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওসমানের। বিয়ের কথা বলে ওই স্কুলছাত্রীকে সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে ওই বাড়িতেই তাকে ধর্ষণ করা হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই ওই বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। মঙ্গলবার এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বিকেলের মধ্যেই আসামিদের আদালতে পাঠানো হবে।
‘এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে,’ যোগ করেন পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসএস/এসএ