মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুপুর ২টায় ঢাকার বাতাসে দূষণের পরিমাণ ছিল ২৪৫ একিউআই। যা বাতাসে দূষণের মাত্রার দিক থেকে ‘চরম অস্বাস্থ্যকর’।
ঢাকার পরপরই দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের কলকাতা, চীনের শেনইয়াং এবং ভারতের রাজধানী নয়াদিল্লি।
বর্জ্য ব্যবস্থাপনা, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া, ব্যাপক খোঁড়াখুড়ি ইত্যাদি কারণে ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে।
প্রতিবছরই বিশ্বে বায়ুদূষণের কারণে এক লাখের বেশি মানুষ মারা যায়। বিশ্বে বায়ূদূষণে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ পাঁচ নম্বরে অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এবি