ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
ধর্ষকের বিচারের দাবিতে ফেনীতে মশাল মিছিল

ফেনী: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ফেনীতে মানববন্ধন, মোমবাতি প্রজ্জ্বলন ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে।

‘আমরা ফেনীর সন্তান’ ব্যানারে মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে শহরের সর্বস্তরের মানুষ অংশ নেয়।

সন্ধ্যায় শহীদ মিনার থেকে শুরু হয় মশাল মিছিল। ধর্ষকের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফেনী।

মশাল মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের খেজুর চত্বর, দোয়েল চত্বর ও প্রেসক্লাব প্রদক্ষিণ করে পুনঃরায় শহীদ মিনারে এসে বিক্ষোভে মিলিত হয়। সেখানে সমবেত মানুষ ধর্ষকের বিচারের জন্য সরকারের দ্রুত প্রদক্ষেপ আশা করেন।

এসময় ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান দারা, বখতেয়ার ইসলাম মুন্না, সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনীর সাধারণ সম্পাদক সমর দেব নাথ, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী, ফেনী রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, সংগঠক নাসিম আনোয়ার জাকি, উৎপল সুজন, মঞ্জিলা মিমি, সৈয়দ আশ্রাফুল হক আরমান, এখলাস উদ্দিন খোন্দকার বাবলু, আমের মক্কী, সাহাবুদ্দিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার শহরের শহীদ মিনার প্রাঙ্গণে সচেতন শিক্ষার্থীরা ও আমরা ফেনীবাসীর ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করে বিক্ষোভ প্রদর্শন করা হয়।  একই দিন বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘সচেতন ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।