বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় পরশুরাম মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকারা। রানার্স আপ হয় ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেরা খেলোয়াড নির্বাচিত হয় ধলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নাদিয়াতুল জান্নাত। সেরা গোলদাতা হয় মির্জানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সুমাইয়া সুলতানা।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় ফেনী জিএ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। রানার্স আপ হয় দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালকরা।
সেরা খেলোয়াড় হয় দাসের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র আল মাহমুদ। সেরা গোলদাতা নির্বাচিত হয় জিএ একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফখরুল ইসলাম মোহন।
এদিন বিকেল সাড়ে ৫টায় ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার ফেনী (সদর সার্কেল) আতোয়ার ইসলাম। এছাড়াও অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
৬-৮ জানুয়ারী তিনদিনের এ টুর্নামেন্টে জেলার ৬ উপজেলার ছেলেদের ৬টি ও মেয়েদের ৬টি টিম অংশ নেয়।
বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এসএইচডি/এমকেআর