মাগুরা: মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া এলাকায় পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট তৈরি অপরাধে ফাইভ স্টার ব্রিক্সের মালিক মো. হারুন অর রশিদকে (৬৯) পাঁচ লাখ টাকা জারিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। পরে সন্ধ্যায় ইটভাটার মালিক হারুন অর রশিদকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট তৈরি ও কৃষি জমির মাটিকাটার অপরাধে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি ছিটিয়ে ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা করলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
আরআইএস/