ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাতেহা সুমি (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ ব্যাপারে কথা হয় বিমানবন্দর থানার উপ-পরিদশর্ক (এসআই) মো. তাইজ উদ্দিনের সঙ্গে।

তিনি জানান, বুধবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে। জসিমউদ্দিন সড়কে ইউটার্নের পাশে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহন ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতের পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত নারীর স্বামীর নাম কাজী সাইফুল ইসলাম। তাদের বাসা উত্তরা ৭ নম্বর সেক্টর, রোড ৩৩, বাড়ি নম্বর ১৬। ফাতেহা গৃহিণী ছিলেন। কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে।

এদিকে, বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দরের এপিবিএন মাঠ সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩২) নিহত হন।

বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফরমান আলী বলেন, ‘গতরাতে সড়ক দুর্ঘটনায় নিহত এসআই কামরুল ইসলামের মোটরসাইকেলে ওই নারী ছিলেন কিনা, তা এখনো জানা যায়নি। তবে, দুর্ঘটনাটি একই জায়গায় ঘটেছে

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এজেডএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।