ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমরাও ডিজিটাল ওয়াসা হয়ে যাচ্ছি: তাকসিম এ খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
আমরাও ডিজিটাল ওয়াসা হয়ে যাচ্ছি: তাকসিম এ খান অনুষ্ঠানে তাকসিম এ খানসহ অন্যরা

ঢাকা: আমরাও ডিজিটাল ওয়াসা হয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ের বুড়িগঙ্গা হলে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তাকসিম এ খান বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন ডিজিটাল বাংলাদেশ। আমরা ২০১০ সালে বলেছিলাম, আমরা চাই ডিজিটাল ওয়াসা। ২০২১ সালে অত্যন্ত আনন্দের সঙ্গে বলতে পারি, ডিজিটাল ওয়াসার অনেক কাছাকাছি চলে আসছি আমরা। আমাদের বেশ কিছু বিষয় কম্পিউটারাইজ করে ফেলেছি। এখন চেষ্টা করছি ওয়েবের মাধ্যমে পানির রিডিং দেখে বিল করার।

তিনি বলেন, ২০২০ সালে ঢাকা শহরে উদ্ধৃত পানি উৎপন্ন করতে সক্ষম হয়েছিলাম। আশা করছি এ বছরও উদ্ধৃত পানি উৎপাদন করতে সক্ষম হবো। চলতি বছর রাজধানীতে পানির কোনো ঘাটতি হবে না। ঢাকা ওয়াসার জন্য বছরের দু’টি সময় একটু কঠিন যায়। একটি হচ্ছে শুষ্ক মৌসুম, অপরটি রমজান মাস। গত বছরের অভিজ্ঞতা শুষ্ক মৌসুমে ও রমজান মাসে আমাদের পানির কোনো ঘাটতি হয়নি। আশা করছি এ বছরও পানির কোনো ঘাটতি হবে না।

এক প্রশ্নের জবাবে ওয়াসা এমডি বলেন, ওয়াসা কখনও ড্রেনেজ সিস্টেমের অথরিটি ছিল না। এখনও নেই। ১৯৮৮ সালের প্রজ্ঞাপনটি ভুল ছিল। প্রজ্ঞাপনটি বলে দিচ্ছে এটা ঢাকা ওয়াসার কাজ না। ওয়াসা শুধু এ কাজটি একা করতো না, আমাদের সঙ্গে আরও কয়েকটি প্রতিষ্ঠান কাজ করতো। যদি পাঁচ থেকে ছয় প্রতিষ্ঠান মিলে একটি কাজ করে তাহলে সেই কাজটি কী সঠিক হবে? সঠিকভাবে কাজটি করতে হলে একজনকেই করতে হবে। কাজেই সেই একজন হচ্ছে সিটি করপোরেশন। ওয়াসার যতটুকু দায়িত্ব ছিল ততটুকুই পালন করেছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (অ্যাডমিনিস্ট্রেশন) মাহমুদ, ডেভলপমেন্ট ডিরেক্টর আবুল কাশেম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১, আপডেট: ১৬০৪ ঘণ্টা
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।