ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পঞ্চগড়ে ইউপি সদস্যসহ ৪ জুয়াড়ি আটক প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষ থেকে ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০৬ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউপি সদস্য আব্দুল হামিদ (৪৫) এবং ওই ইউনিয়নের আবু হোসেন (৪১), জাহেদুল হক (৩৫) ও আব্দুর রশিদ (৪০)।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাতে সদর ইউপি কার্য্যালয় থেকে ওই চার জুয়াড়িকে আটক করা হয়। আটক ইউপি সদস্যের নেতৃত্বে ও ইউপি চৌকিদার রুস্তম আলীর ছেলে শাহজাহানের সহযোগিতায় প্রায়ই জুয়া খেলার আসর বসতো বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।