ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে পৌর কাউন্সিলর ইদু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
জামালপুরে পৌর কাউন্সিলর ইদু গ্রেফতার

জামালপুর: জামালপুর শহরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় পৌর কাউন্সিলর শাহরিয়ার আলম ইদুকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার জামালপুর শহরের উত্তর কাচারিপাড়ায় তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহরিয়ার আলম ইদু জামালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

মামলার এজাহারে বলা হয়, ইদু অনেক দিন থেকেই এলাকার চাল ব্যবসায়ী জুলহাসের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পাওয়ায় বুধবার দুপুরে শহরের নিউ কলেজ রোডে জুলহাসের দোকানে ইদু ও তার লোকজন অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় দোকানের লোকজনকে মারধর করে জিনিসপত্র লুটপাট করেন। পরে স্থানীয়রা বাধা দিলে সেখান থেকে ফিরে এসে কাচারিপাড়ায় জুলহাসের বাড়িতেও হামলা চালায়।

এ হামলার ঘটনায় জুলহাসের দোকানের ম্যানেজার মাহমুদুর রহমান লাবু বুধবার রাতে জামালপুর সদর থানায় একটি মামলা করেন। মামলায় ইদুকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান, জুলহাসের দোকান এবং বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় মামলার প্রধান আসামি ইদুকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।