ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৃহপরিচারিকাকে মারপিটের অভিযোগে কলেজ শিক্ষিকা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
গৃহপরিচারিকাকে মারপিটের অভিযোগে কলেজ শিক্ষিকা গ্রেফতার প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: মিনতি খাতুন (০৯) নামে বাবা-মাহীন শিশু গৃহপরিচারিকাকে এলোপাথারি মারপিট ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শিউলি মল্লিকাকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (০৯ জানুয়ারি) রাত ৮টার দিকে জেলা শহরের ফজল খান রোডে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শিউলি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের ডা. নুরুল ইসলামের স্ত্রী ও সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক। আর নির্যাতিত গৃহপরিচারিকা মিনতি একই জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের মৃত মক্কার মেয়ে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দিন ফারুকী বাংলানিউজকে জানান, বিকেলে ওই শিশুটিকে মারপিট ও নির্যাতনের অভিযোগে তার মামা আবুল কাশেম প্রামাণিক বাদী হয়ে শনিবার সদর থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই আসামি শিউলিকে গ্রেফতার করা হয় এবং শিশু মিনতিকে প্রাথমিক চিকিৎসার পর থানা হেফাজতে রাখা হয়েছে।  

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, বাবা-মা মারা যাওয়ার পর এতিম শিশু মিনতি খাতুনকে তাড়াশের চৌপাকিয়া গ্রামে বেদেনা খাতুনের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে রাখা হয়। দুই বছর আগে শিশুটিকে পূত্রবধু শিউলি মল্লিকার বাড়িতে কাজ করার জন্য পাঠিয়ে দেন বেদেনা খাতুন। সেখানে প্রায়ই মিনতিকে নির্যাতন করতেন শিউলি। গত ০৭ জানুয়ারি সকালে লাঠি দিয়ে এলোপাথারি মারপিটের পর শ্বাসরোধ করে হত্যাচেষ্টাও করেন তিনি। এ সময় একটু সুযোগ পেয়ে শিশুটি দৌঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। সে ভদ্রঘাট এলাকায় রাস্তার ওপর কাঁদতে থাকলে মর্জিনা খাতুন নামে এক নারী তাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যান এবং শনিবার দুপুরে নানির বাড়ি উল্লাপাড়ার চাঁড়ালগাঁতী গ্রামে পৌঁছে দেন। পরে শিশু মিনতির কাছে বিস্তারিত শুনে বিকেলে থানায় মামলা দায়ের করেন শিশুটির মামা কাশেম প্রামাণিক।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।