ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে গ্রেফতারের সংখ্যা ৩৩৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে গ্রেফতারের সংখ্যা ৩৩৬

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬, ২৭, ২৮ এপ্রিলে হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরো ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৩৩৬ জনে।

বুধবার (২১ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

পুলিশ জানায়, সহিংসতার ঘটনায় স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি ও সরাইল থানায় ০২টি ও রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৬টি মামলা হয়েছে। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৩৫ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সব মামলায় এখন পর্যন্ত নতুন ৮ জনসহ ৩৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  

জেলা অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বাংলানিউজকে বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে শানাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।