ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাতে বাবা খুন অভিযুক্ত ছেলে

ব্রাহ্মণবাড়িয়া: পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ ছেলের হাতে ছুট্টু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন৷।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মনির বেড়তলা এলাকায় একটি ধানের মিলে কাজ করেন। মালিকের কাছ থেকে অনেক টাকা ঋণ নিয়ে তিনি কাজে যাচ্ছিলেন না। ছুট্টু মিয়া ছেলেকে কাজে যাওয়ার জন্য বললে তিনি তার বাবার সঙ্গে বাকবিতন্ডা করেন। এক পর্যায়ে মনির ধান শুকানোর যন্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করে। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বামীকে বাচাঁতে এগিয়ে আসলে মাকেও আঘাত করেন মনির। তার মাও এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বাংলানিউজকে বলেন, মনির হোসেনকে বাড়ি থেকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।