ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ১১ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
নাটোরে ১১ ইউপি চেয়ারম্যানের শপথ পাঠ

নাটোর: শপথ নিয়েছেন নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে তাদের শপথ বাক্য পাঠ করান নাটোর জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ।

এ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

এ সময় ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি আইন অনুযায়ী এবং সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে কর্তব্য পালনের শপথ নেন ১১ নির্বাচিত চেয়ারম্যান। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্যেরও শপথ নেন তারা।  

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নাদিম সারওয়ার শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক নুরুল আলম খান এবং নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসীন।  

অনুষ্ঠানে ডিসি বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ভূমিকায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করে যাবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদ সরকারের উন্নয়ন কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নেও ভূমিকা রাখবেন তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।