ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইসিইউ থেকে কেবিনে সাবেক আইনমন্ত্রী শফিক আহেমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আইসিইউ থেকে কেবিনে সাবেক আইনমন্ত্রী শফিক আহেমেদ সাবেক আইনমন্ত্রী শফিক আহেমেদ -ফাইল ছবি

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শফিক আহেমেদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ  থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

তবে ভারতের চেন্নাইতে নেওয়ার চেষ্টা করছেন তার পরিবার।

রোববার (২৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে মাহফুজ শফিক।

শারীরিকভাবে অসুস্থতার কারণে গত ১৮ জানুয়ারি রাতে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় ৮৫ বছরের সাবেক এই আইনমন্ত্রীকে। এরপর তাকে আইসিইউতে রাখা হয়েছিল। তার লিভার, কিডনি এবং ফুসফুসে সমস্যা ধরা পড়ে।

এদিকে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রোববার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতিকে ভারতে চেন্নাইতে নিতে  ভিসার আবেদন করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ২৩ জানুয়ারি,২০২২
ইএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।