ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুটি ভোল মাছের ওজন ৩৫ কেজি, দাম বিশ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
দুটি ভোল মাছের ওজন ৩৫ কেজি, দাম বিশ হাজার

বরগুনা: বরগুনা পৌর খুচরা মাছ বাজারে রাতে এই প্রথম ২টি ভোল মাছ বিক্রি হয়েছে বিশ হাজার টাকায়।

সোমবার (৭ ফ্রেব্রুয়ারি) রাতে বরগুনা সদর পৌর খুচরা মাছ বাজারে সজিব হোসেন নামের এক মাছ ব্যাবসায়ী সিদ্দিক মৎস্য আড়ৎ থেকে মাছ দুটি কিনে খুচরা বাজারে বিক্রি করেন।

জানা যায়, এক দিন আগে বঙ্গোপসাগরে সুন্দরবন এলাকায় মাছ ধরতে যান জেলেরা। এরপর বিকেলে জাল তুললে দুটি ভোল মাছ ধরা পড়ে। মাছ দুটি নিয়ে বরগুনা সদর পাইকারি বাজারে পরে খুচরা বাজারে ২০ হাজার টাকায় বিক্রি করেন এক মাছ ব্যবসায়ী। এরমধ্যে একটির ওজন ২৫ কেজি অপরটির ওজন ১০ কেজি।

ক্রেতা খোকন গাজী বলেন, মাছ বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় বড় সাইজের মাছগুলো দেখতে পাই। এ মাছ সচরাচর পাওয়া যায় না, তাই বাসার জন্য এক কেজি নিয়েছি। দাম কম থাকলে আরো নিতাম।  

বিক্রেতা সজিব হোসেন বলেন, প্রতি কেজি ৮'শ টাকা দরে বিক্রি করছি। সবাই আগ্রহ নিয়ে মাছ কিনছেন।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এটি তেমন পাওয়া যায় না। বেশি লাভের আশায় ডিমওয়ালা ভোল মাছ অসাধু জেলেরা পাচার করছে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।