ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান ১০টি ভাষায় গাইলেন শিক্ষার্থীরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান ১০টি ভাষায় গাইলেন শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান ১০টি ভাষায় গাইলেন শিক্ষার্থীরা।

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১০টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গান’ পরিবেশন করেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিভিন্ন দেশের ছাত্রীরা।

ইতোমধ্যে গানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গানটি গেয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বাংলা, চাকমা, ত্রিপুরা, মারমা, রাখাইন (বাংলাদেশ), মাও, লোথা (নাগাল্যান্ড), আই (চীন), তামিল (শ্রীলঙ্কা), হাজারা (আফগানিস্তান) ভাষায় গানটি গেয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এশিয়া অঞ্চলে নারী শিক্ষায় বিশেষ অবদান রেখেছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
টিআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ