ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুপাইর মধ্যেপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আফলাতুন কাউসার খাঁন (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাউসার কালীগঞ্জের চান্দেরবাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহকারী সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে মাদ্রাসার উদ্দেশে বের হন কাউসার। এক পর্যায়ে চুপাইর মধ্যেপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ