ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল: জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা কমিটি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন তারা।

মানবন্ধনে প্রায় দেড়শ সিএনজি চালক ও মালিকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা কমিটির সভাপতি আবদুর রব, সাধারণ সম্পাদক সোয়ান সরদার, সদস্য কাওসার হোসাইন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাস জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, হাসান জাহাঙ্গির, মো. ইসা, সোহেল রানা সহ প্রমুখ।

মানববন্ধনে নেতারা তাদের বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। এগুলো হলো, জেলা পর্যায়ে সিএনজি চলাচল নিশ্চিত করা, আন্তজেলা হাইওয়ের পাশে সার্ভিস রো নির্মাণ, জেলার লাইসেন্সসহ বিক্রয়কৃত সিএনজি চলাচল নিশ্চিত না হলে শো-রুমে কিস্তি স্থগিত করা, জরুরী রোগী পরিবহন ও গ্যাস রিফিল করার জন্য বিশেষ অনুমতি দেওয়া হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলায় সিএনজি না চালাতে পেরে তারা বৃহস্পতিবার পথে বসেছে। কিস্তির টাকাও পরিশোধ করতে পারছে না। বাস মালিকরা তাদের চলাচলে বাধা সৃষ্টি করছে। এভাবে চলতে থাকলে যারা মালিক ও চালক রয়েছে তারা পথে বসবে। লাখ লাখ টাকা দেনা হচ্ছেন তারা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।