ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাদারীপুর প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
মাদারীপুর প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন

মাদারীপুর: মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান মাদারীপুর প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন।  

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের নতুন শহর এলাকায় নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন।

এ সময় শাজাহান খান তিনতলা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ভবনের কাজ যাতে সুন্দর হয় সে বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা দেন।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব খান শিশির, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, কোষাধ্যক্ষ মনজুর হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তিসহ অন্যান্য সাংবাদিকরা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রোপাইটার মীর ফেরদৌস।  

জানা গেছে, পাঁচতলা ভিতবিশিষ্ট প্রেসক্লাবের তিনতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত বছরের ২৭ আগস্ট। মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ৩০ হাজার টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবন নির্মান কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।