ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১০ কেজির আইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১০ কেজির আইড় আইড় মাছ

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির এক আইড় মাছ। মাছটির ওজন প্রায় ১০ কেজি।

বুধবার মাজেদ মোল্লা নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারে দুলাল মন্ডলের আড়তে আনেন মাজেদ। সেখানে উন্মুক্ত নিলামে ১৫শ’ ৫০ টাকা কেজি দরে মোট ১৫ হাজার টাকায় সেটি বিক্রি করেন মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান ও নুরু মিয়া। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীতে থাকা বড় বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।