ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসি কার্যকর

কুমিল্লা: চট্টগ্রাম রেলওয়ের কর্মকর্তা শফিউদ্দিনকে হত্যার দীর্ঘ ১৮ বছর দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।  

মঙ্গলবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে শিপন ও ইমন নামের ওই দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়।

জেল সুপার শাহজাহান আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন

জেল সুপার জানান, সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

শিপন হাওলাদার চট্টগ্রাম নগরের খুলশীর দক্ষিণ আমবাগানের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে ও নাইমুল ইসলাম ইমন চট্টগ্রাম নগরের লালখান ডেবারপাড় এলাকার ঈদুন মিয়া সরকারের ছেলে।  

উল্লেখ্য, ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের ৩৬/এ বাসায় বাসায় ঢুকে ঘাতকরা গুলি চালিয়ে হত্যা করে বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিনকে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা মামলা করেন।  

২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য নিয়ে এ হত্যা মামলায় দুই ঘাতক শিপন ও ইমনকে ফাঁসি, সাত আসামিকে যাবজ্জীবন এবং চারজনকে খালাস দেন। তারা সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করলে তা খারিজ হয়।  

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।