ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাটোরে এক মাসে ভ্রাম্যমাণ আদালতে ২৩৫ মামলায় ৬২ জনের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
নাটোরে এক মাসে ভ্রাম্যমাণ আদালতে ২৩৫ মামলায় ৬২ জনের জেল আইন-শৃঙ্খলা কমিটির সভা।

নাটোর: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নাটোর জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৫৪টি অভিযান পরিচালনা করে ২৩৫টি মামলার বিপরীতে ৬২ জন অভিযুক্তকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জরিমানালব্দ ২ লাখ ৬ হাজার ৭০০ টাকা রাস্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে ১০টি উঠান বৈঠক আয়োজনসহ সাতটি বাল্যবিয়ে রোধ করা হয়েছে।  

রোববার (১৩ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এতথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।  

সভায় বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আলমগীর হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো প্রতিনিধি অ্যাডভোকেট মুক্তার হোসেন প্রমুখ।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন সভায় বাংলানিউজকে জানান, দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজার মূল্য ও গুদামে পণ্যের মজুদ অবস্থা তদারক করা, সড়ক শৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরের ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্য খালাস কার্যক্রম নিয়ন্ত্রণ, সড়কে জেব্রা ক্রসিং স্থাপন, আবাদী জমিতে পুকুর খনন কার্যক্রম রোধ করার বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।  

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জেলার বিদ্যমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। কমিটি সদস্যদের পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।