ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

স্ত্রীকে তালাক দিয়ে ধর্ষণ, রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
স্ত্রীকে তালাক দিয়ে ধর্ষণ, রাজস্ব কর্মকর্তা গ্রেফতার

বরিশাল: বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যলয়ের সহকারী রাজস্ব কর্মকর্তাকে সাবেক স্ত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

 

মামলার সূত্রে জানা যায়, মামলার বাদীর সঙ্গে গত ৭/৮ মাস আগে তালাক হয় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা রোমান হাওলাদারের। তালাকের পরে ফের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে বলে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।  

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, শনিবার (২৬ মার্চ) একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। সেই মামলায় আসামিকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।