ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইয়েমেনে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২২
ইয়েমেনে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

ঢাকা: জাতিসংঘের মধ্যস্থতায় ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। পবিত্র রমজান মাস উপলক্ষে গত ২ এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইয়েমেনের সব পক্ষের প্রচেষ্টারও প্রশংসা করেছে বাংলাদেশ।

বুধবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ আশা করে স্টেকহোল্ডাররা ইয়েমেনে সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে রাজনৈতিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সুযোগটি গ্রহণ করবে। বাংলাদেশ উপসাগরীয় আরব অঞ্চলীয় সহযোগিতা জোটের মহাসচিবের সম্প্রতি নেওয়া উদ্যোগ অনুযায়ী সংলাপের মাধ্যমে এই সঙ্কটের স্থায়ী ও টেকসই সমাধানের আহ্বান জানায়।

একই সাথে বাংলাদেশ এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।