ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
মোংলায় ট্রলার ডুবে নারীর মৃত্যু  প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় পশুর নদীতে ট্রলার ডুবে পারভিন বেগম (৫৫) এক নারীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার সিন্দুরতলা এলাকার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী ও ছেলে গুরুতর আহত হয়েছেন।

পারভীন একই এলাকার লিয়াকত শেখের স্ত্রী।

আহত স্বামী লিয়াকত শেখ জানান, মোংলা পৌর শহর থেকে গাছ চেরাই করে স্ত্রী ও সন্তানকে নিয়ে পশুর নদী দিয়ে ট্রলারে করে বাড়িতে ফিরছিলেন। নদীপথের সুন্দরতলা এলাকায় এলে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে তাদের ট্রলারটি উল্টে ডুবে যায়। এতে ট্রলারের মাঝি ও লিয়াকত নদীর মধ্যে পড়ে যায় এবং স্ত্রী পারভীন ও আড়াই বছর বয়সী ছেলে রবিউল ট্রলারের নিচে আটকে পড়েন। এ অবস্থায় স্থানীয়রা সবাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যে পারভিনের মৃত্যু হয়। তবে ছেলে রবিউল বেঁচে আছে।  

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রলার উল্টে আহত হওয়া শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার জন্য বলা হয়েছে।  

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।